Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                

 



০৬

সিটিজেন চার্টার

 

 

 

ক্রঃ নং

কাযর্ক্রম

সেবার ধরণ

সেবা গ্রহণকারী ব্যক্তি/সংস্থা

সেবার স্থান

 

০১

পল্লী সমাজসেবা কার্যক্রম

পল্লী অঞ্চলের দরিদ্র জনগন কে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোত ধারায় আনয়ন।

সচেতনতা বৃদ্ধি উদ্ভুদ্ধ করণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষণ প্রদান।

৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান।

লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।

নিবার্চিত গ্রামের স্থায়ী বাসিন্দা, আথ সামাজিক জরীপের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কমঅঞ্চলের সদস্য/সদস্যা, সুদমুক্ত ঋণ কাযক্রম ও অন্যান্য সেবাপ্রা্প্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পযন্ত ; সুদমুক্ত ঋণ ব্যতিত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভুক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকার উর্দ্বে

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

০২

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম

পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন, পরিকল্পিত পরিবার তৈরীতে সহায়তা, জাতীয় জনসংখ্যা কার্যক্রম বাস্তবায়ন।

সচেতনতা বৃদ্ধি উদ্ভুদ্ধ করণ এবং দক্ষতা উন্নয়ন, ০৩ হাজার থেকে ০৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান।

লক্ষ্যভূক্ত নারীদের সংগঠিত করে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুঁজি গঠন।

আর্থ সামজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের তালিকা ভুক্ত পল্লী মাতৃকেন্দ্রের সদস্য এবং সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ ভুক্ত দরিদ্রতম নারী যার পিছু পারিবারিক বার্ষিক আয় ২৫০০০/- পযন্ত, সুদমুক্ত ঋণ ব্যতিত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণী ভুক্ত নারী যার মাথাপিছু বার্ষিক পারিবারিক ২৫০০/- উর্দ্বে

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

০৩

এসিডদগ্ধ ও প্রতিবন্ধিদের মাঝে ঋণ কার্যক্রম

৫ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ প্রদান।

এসিডদগ্ধ মহিলা ও শারিরীক প্রতিবন্ধি ব্যক্তিদের যার বাৎসরিক আয় ২৫০০/- এর নীচে

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

০৪

প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচী বাস্তবায়ন

মাননীয় আদালতের নির্দেশ প্রথম ও লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তি প্রদান স্থগিত রেখে প্রবেশন ও অফিসারের তত্ত্বাবধানে পারিবারিক /সামাজিক  পরিবেশে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির ব্যবস্থা করা।

কারাবন্ধি ব্যক্তিদের শিক্ষা ও ‍বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।

সংশ্লিষ্ট আদালত কর্তৃক সাজা প্রাপ্ত প্রবেশনার/ব্যক্তি আইনের সংস্পর্শে আসা শিশু/কিশোর। মৃত্যুদন্ড, যাবজ্জীবন কারাদন্ড এবং রাষ্ট্র দ্রোহিতা বিস্ফোরক দ্রব্য, অস্ত্র আইন, মাদকদ্রব্য আইন।

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

০৫

আশ্রয়ন/ আবাসন কার্যক্রম

আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দরিদ্র ব্যক্তিদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা।

পরিকল্পিত পরিবার তৈরীতে সহায়তা করা, সচেতনতা বৃদ্ধি, উদ্ভুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান।

২ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান।

সদস্যদের সঞ্চয় বৃদ্ধি করণ।

নির্বাচিত আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা আশ্রয়ন কেন্দ্রের সমিতির সদস্য।

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

০৬

বয়স্কভাতা কাযক্রম

সমবায় কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্কভাতা প্রদান এজন্য ২০১০-২০১১ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০/- হারে ভাতা প্রদান করা হচ্ছে।

দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভার ও উপজেলা ৬৫ বছর বা তদুর্ধ বয়সী হত দরিদ্র মহিলা বা পুরুষ যার বার্ষিক গড় আয় অনুর্দ্ধ ৩০০০/- টাকা। শারিরীক ভাবে অক্ষম বা কমক্ষমতাহীন প্রবীন পুরুষ ও নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যাক্তা, বিপত্নীক, নিঃসন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীন পুরুষ ও নারীদের অধিকার দেওয়া হয়। যে সকল প্রবীন ব্যক্তির আয়কৃত অথ এর সম্পূন অথ খাদ্য বাবদ ব্যায় হয় এবং স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য খাতে ব্যয় করার জন্য কোন অথ অবশিষ্ট থাকে না। ভূমিহীন বয়স্কভাতা।

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

০৭

অসচ্ছল প্রতিবন্ধি ভাতা কাযক্রম

সমবায় কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধি ভাতা কার্যক্রম। এজন্য ২০১০-২০১১ অর্থ বছরে নির্বাচিত প্রতিবন্ধি ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০/- হারে ভাতা প্রদান করা হচ্ছে।

বছরের উর্ধে সকল প্রতিবন্ধি ব্যক্তি যিনি কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না ; যিনি চাকুরীজীবি কিংবা পেনশন ভোগী, প্রতিবন্ধি ব্যক্তি যাদের মাথা পিছু পারিবারিক আয় ২৪,০০০/- টাকার কম।

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

০৮

অসচ্ছল প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান

প্রতিবন্ধি শিক্ষার্থীদের ৪ টি স্তরে বিভক্ত করে নিম্নরুপ হারে উপবৃত্তি প্রদান।

প্রাথমিক স্তরে (১ম হইতে ৫ম শ্রেণী)জনপ্রতি মাসিক ৩০০/- হারে, মাধ্যমিক স্তর (৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী) জনপ্রতি মাসিক ৪৫০/- উচ্চ মাধ্যমিক স্তর (একাদশ থেকে দ্বাদশ) শ্রেনী জনপ্রতি ৬০০/- টাকা, উচ্চতর স্তর (স্নাতক থেকে স্নাতকোত্তর) জনপ্রতি মাসিক ১০০০/- টাকা।

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ বছরের বয়সের উর্ধে প্রতিবন্ধি ছাত্রছাত্রীদের যাদের পরিবারের বার্ষিক আয় মাথাপিছু ৩৬০০০/- টাকা।

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

০৯

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান, ২০১০-২০১১ অথ বছরে প্রত্যেক মুক্তিযোদ্ধা কে মাসিক জনপ্রতি ২০০০/- টাকা ভাতা প্রদান।

 

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২০০০/- টাকার উর্ধে নয়, মুক্তিযোদ্ধা বলতে জাতীয় ভাবে প্রকাশিত ৪ টি তালিকার কমপক্ষে ২ টি তালিকার অন্তভূক্ত সশ্রস্ত্র বাহিনী বিভাগ এবং বর্ডার গাড বাংলাদেশ হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অন্তভূক্ত আছে বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত মুক্তিযোদ্ধা এক্ষেত্রে কমক্ষম নন বা আংশিক কমক্ষম/সহায় সম্বলহীন মুক্তিযোদ্ধাগণ অগ্রাধিকার পাবেন।

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

১০

বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুস্থ মহিলা ভাতা কমসূচী

দরখাস্ত গ্রহণ ওয়াড কমিটি কতক প্রাপ্ত আবেদন পত্র প্রাথমিক যাচাই বাছাই করে তালিকা উপজেলা কমিটিতে প্রেরণ

 

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

১১

স্বেচ্ছাসেবী সামাজ কল্যাণ সংস্থ্যা সমূহ নিবন্ধন তত্ত্বাবধান

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ মূলক সংগঠনের নামকরনের ছাড়পত্র প্রদান ১৯৬১সালের স্বেচ্ছা সেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবা মূলক কার্যক্রমে অগ্রণী সংস্থা/ প্রতিষ্ঠান/ সংগঠন বেসরকারী এতিমখানা/ ক্লাব নিবন্ধন

 

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

১২

বেসরকারীএতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান

১৮ বছর পর্যন্ত এতিম শিশুদের পালন স্নেহ ভালবাসা আদর যত্নের সাথে লাল পালন আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তি মূলক প্রশিক্ষণ প্রদান শারিরীক,বৃদ্ধি বৃত্তিক ও মানবিক ও কার্যতা সাধন শিশুর পাঠগুন বিকাশের সহায়তা পূর্নবাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মশৃঙ্খলার ব্যবস্থা করা ।

 

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

১৩

সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থা সমূহে অনুদান প্রদান সহায়তা

সমাজ সেবা অধিদপ্তর হতে ঘোষিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠা সমূহে অনুদান বার্ষিক ৫০ হাজার হতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পযর্ন্ত অনুদান শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদে সবর্চ্চ ১ লক্ষ টাকা অনুদান রোগী কল্যাণ সমিতি সমূহের জন্য ৫০ হাজার টাকা হতে ২ লক্ষ টাকা।

 

উপজেলা সমাজ সেবা কাযার্লয়

 

 

০৭

গুরুত্বপূণ প্রকল্প (যদি থাকে)

t

 নাই

 

০৮

সাংগঠনিক কাঠামো

t

 নাই